রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

প্রবাসীদের বিয়ে

প্রবাসীদের নাকি আমাদের দেশের মেয়েরা বিয়ে করতে চায় না। আমি আসলে ভিডিওটা (আসলে প্রবাসীদের মেয়েরা কেন বিয়ে করতে চায় না সেটা নিয়ে একটা prank video করে কিছু youtuber) দেখিনি। তবে দেখতেও চাই না। অনেক দিন পর লিখতে বসলাম আবার। দেখি আজ এ ব্যাপারে কি লিখতে পারি।

প্রথমত,
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনি যখন একটা নিউজ পেয়েছেন তখন অবশ্যই এর সোর্স দেখবেন। সেই নিউজ কে প্রকাশ করলো আর এর গুরুত্বই বা কতখানি! এটা আমরা অনেক সময়ই করি যে সস্তা অনলাইন নিউজ পোর্টাল গুলোর চকমকে হেডলাইন পড়ে নিউজ লিঙ্কে ক্লিক করি আর সেই সস্তা রিপোর্ট গুলো পড়ি। কাজের কাজ কিছুই হয় না বরং নিউজ পোর্টাল গুলো আমাদের আবেগ নিয়ে খেলা করে আর লাভবান হয় প্রায় সময় (যা হোক এ নিয়ে অন্য একদিন লিখার ইচ্ছা আছে)। এখন আপনাদের উত্তেজিত হওয়া সেই ভিডিওটা কি কোনো পরিচিত মিডিয়ার ধারণ করা? এদের কি তথ্য মন্ত্রণালয় এর নিবন্ধন আছে? হয়ত এসব প্রশ্ন আপনার মনে উকিও দেয়নি। যদি না হয় তবে এ নিয়ে এতো উত্তেজিত হওয়ার কোনো মানেই হয় না।

দ্বিতীয়ত,
আমাদের দেশের মানুষ সোশাল মিডিয়া ব্যবহার করে সর্বোচ্চ পর্যায়ে। কিন্তু জানেই না যে কোন বিষয় সবার সাথে শেয়ার করা যাবে এবং কোনটি শেয়ার করার কোনো দরকারই নেই। অনেক মানুষ দেখা যায় এরা এমনভাবে নিজেদের উজার করে দেয় যে সোশাল মিডিয়ার ভারচুয়াল ফ্রেন্ডরা তার পাতিলের খবর পর্যন্ত জানে। আবার কেউ কেউ ছবি দিয়ে দিয়ে নিজেকে মডেল এর পর্যায়ে নিয়ে যায়। আবার কিছু মানুষ আছে যারা গুজব বা অদরকারি সংবাদ ছড়ায়। এদের মধ্যে কেউ কেউ ইচ্ছাকৃতভাবে কাজটি করে আবার কেউ কেউ অতি আবেগী হয়ে করে। একটু খেয়াল করলেই কি আমরা বুঝতে পারি না যে এই নিউজটার কোনো মূল্যই নেই কিন্তু আমরা একে যেভাবে পারি শেয়ার করছি। যেন আমরা সবাই ছাগলের তিন নম্বর বাচ্চা।

তৃতীয়ত,
আচ্ছা আমাদের দেশের প্রবাসীরা কি চিরজীবন কুমার থাকে? আমি যত প্রবাসী দেখেছি তাদের বিয়ের ব্যাপারে তেমন কোনো সমস্যাই হয় না। কারণ তারা টাকা আয় করে স্বাবলম্বী হলে তারপরেই বিয়ের জন্য পাত্রী খুঁজতে থাকে এবং প্রতিষ্ঠিত পাত্রের জন্য পাত্রী খুঁজে পাওয়া কোনো ব্যাপারই নয় এ কথা যেকোনো ঘটক বলবেন।
শিক্ষার ব্যাপারে যদি বলি, প্রবাসীরা স্বাভাবিকভাবেই তেমন পড়ালেখা করেন না। কিন্তু তাদের বিয়ের ক্ষেত্রে আমার মনে হয় না পড়ালেখা তেমন কোনো ফ্যাক্টর হয়। কিছুদিন আগেও এক বিয়ের দাওয়াতে গেলাম যেখানে প্রবাসী স্বামীর চেয়ে তার স্ত্রী অনেক লেখাপড়া করেছে। আচ্ছা তাহলে কি এখনো বলবেন আমাদের দেশের মেয়েরা প্রবাসীদের বিয়ে করতে চায় না?

শেষ করতে চাই,
প্রবাসীদেরও সমস্যা আছে। ওনারা ধোয়া তুলসী পাতা নন। এই পুরো ব্যাপারটা ভাইরাল করার মহান দায়িত্ব তারা কাঁধে তুলে নেন আবার জুতা দেখিয়ে তাদের বিরুদ্ধে কাউন্টার ভিডিও ও তৈরি করেন। প্রবাসীদের দাম্পত্য জীবনে সমস্যাও বেশি হয় সাধারণত। যাহোক সেটা আলোচ্য বিষয় নয়। কিন্তু আপনি প্রবাসী, দেশের রেমিটেন্স শ্রমিক, দেশের শুভাকাঙ্ক্ষী আপনারও কিছু দায়িত্ব আছে। যেকোনো কিছু ভাইরাল করার মহান দায়িত্ব নেওয়ার আগে ভেবে দেখবেন এর ফল কি হতে পারে.... আর একটা কথা মনে রাখবেন এক টুকরো ঢাকা যেমন কখনো সারাদেশের প্রতিনিধিত্ব করতে পারে না। কয়েকটিও তেমন সব মেয়ের প্রতিনিধিত্ব করে না।

মুহাম্মদ আরিফ
২৪ জুলাই ২০১৭